এই জমিনের সুর্য সন্তান
এই জমিনের প্রাণ,
কোন কারণে হলেন আজ
তাঁরা ভাসমান।
ওঁরা ভূমি পুত্র, ভূমি কন্যা
বুঝেনা রাজ্যনীতির জাল,
নিম্ন শ্রেণী, নিঃস্ব, ভূমিহীন
কেন আজ সাঁওতাল ?
বদলে গেছে দেশ-জনতা
বদলেছে যে ভাগ্য,
ওঁরা কেন আজও পায়নি
ভাগের হিসেব ন্যায্য।


...
১৭ নভেম্বর ২০১৬


নোটঃ- গতকাল শ্রদ্ধেয় কবি -কবীর হুমায়ূন ভাই এর গীতি কবিতাটা পড়ে এই ছড়াটা লিখলাম।