নাফ নদীটা জলেতে নয়
রক্তে গেছে ভরে,
খেত-খামারে মাঠে আছে
মৃত দেহ পরে।
যার ছিল ঘর, বাড়ী জমিন
তার পরিচয় লাশে,
ঘরহারা আজ নিঃস্ব ওরা
সাগর জলে ভাসে।
কি আপরাধ মানুষ তাঁরা
আছে বাঁচার অধিকার,
চুপ বিশ্ব বিবেক! জাতীসংঘ!
সব দেশেরই সরকার।


.
২৪ নভেম্বর ২০১৬