বছর ঘুরে আসে ডিসেম্বর
খোঁজে মুক্তিযোদ্ধার ঘর,
কেমন করে আছে ওঁরা
জানতে চাই তাঁদের খবর।
সারা বছর ভুলে থাকি
তাঁরাই তো সূর্য সন্তান,
অনাহারে কাটে বেলা
পায়না সুখের সন্ধান।
জীবন দিয়ে যুদ্ধ করে
দিয়েছে স্বাধীন দেশ,
কী পেয়েছে ? পাচ্ছে কি ?
জনম ভরে শুধু ক্লেশ।
যুদ্ধ নিয়ে এই খেলাতে
হারাছে শুধু তাঁরা,
বিনা লোভে জীবন বাজী
রেখেছিল যাঁরা।
স্বাধীনের এই ৪৫ বছর
হিসেবের খাতা শূন্য,
ভুয়া মুক্তিযোদ্ধা!ভুয়া দেশপ্রেমিক!
তাদের জীবন পূর্ণ।
“নীরবে কাঁদে আজ বঙ্গজননী
এই জন্যই কী পতাকা,
এতো রক্ত গেল কি বৃথা বয়ে
হয়নি বাঙ্গালীর একতা”।


শুক্রবার ০২ ডিসেম্বর ২০১৬
১৮ অগ্রহায়ণ ১৪২৩