কাঁদা মাটিতে মুখ থুবড়ে শিশু
জানান দিচ্ছে এই পৃথিবী
তার উপযোগী নয়, তাই বিদায় ।
ফিলিস্তিন, সিরিয়া, বার্মা
একই চিত্র, চেহারা গুলো অভিন্ন
হাহাকার একই, কেউ নয় নিরাপদ।
ক্ষমতার লোভ মানুষ নামের যন্ত্রটাকে
অন্ধ করে দিয়েছে,
ভাবনার জায়গা গুলো ‘শব’ হয়েছে।
‘মনুষ্যত্ব’ সে আবার কী ?
এমন কিছু আছে কি পৃথিবীতে ?
নীরবে কাঁদে মানুষ, শক্তিহীন!
জননীর শুকনো চোখের অভিশাপ
নিশ্চয় নিশ্চয় ধ্বংস করবে ধরনী।
সেই ধ্বংস লীলা দেখার জন্য র’বে কি ?
অবশ্যই থাকতে হবে, দেখতে হবে
জবাব দিতে হবে, আগামী অপেক্ষায়।


.
বুধবার - ০৭।১২।২০১৬
২৩ অগ্রাহায়ণ ১৪২৩