পথ চেয়ে আছি সেই কবে থেকে
গৌধুলী বেলা ফেরিয়ে সন্ধ্যার আগমন,
পাখি সব ঘরে ফিরে, রাখাল মাঠ ছাড়ে
সন্ধ্যার সব আয়োজন, বাতি নিভে আঁধার
ধূপ জ্বলা রাত, হালকা বাতাসে চুল উড়ে
ঝিঁঝিঁ পোকার দল এক হয়ে মিছেলে
সবাই তার ঘরে ফেরে আপনায়।


অথচ, আমি একা পথ চেয়ে রই !!
সেই কবে - ছোঁয়ে দিলে হৃদয় ভূমি
তারপর আর কেন দেখা দাওনি তুমি,
কোথায় আছ কেমন আছ, জানাবে কি
তুমি ছাড়া এতো দিন ভাল থাকিনি।
তোমার শূন্যতায় হৃদয় কাঁদে রোজ
ও পাষাণী একবারও রাখনি খোঁজ।
এতোটা নিঠুর কেমন করে হলে -
একবারও ভাবলেনা গেলে চলে।


১৫।১২।২০১৬