আপন হাতে গড়লে তুমি এই ধরা
মন ভরে যায় অপরূপ নজরকাড়া।
সৃজিলে তুমি ফুল-ফল মিঠা নদীর পানি
গাই গুণগান, তোমার অমর বাণী।


মানুষ করে পাঠালে মোরে, সুন্দর আকৃতিতে গড়ে
ইসলাম আমার ধর্ম, যেতে পারি যেন করে ভাল কর্ম।


যেন তোমাকে স্মরণ করে দিন আমার কাটে
তুমি ছাড়া কিছু নেই, বাকি সব মিছে,
তোমায় ডাকছি সদায় হাত রাখি পেতে
চলছি খোঁজে দয়াল তোমার পিছে-পিছে।


তুমি আমার সব কিছুতে আছ মিশে
তুমি ছাড়া নড়ে না একটি পাতাও নয় তা মিছে,
দাও না দেখা ওগো দয়াল, প্রার্থনা তোমার কাছে
বসে আছি সকাল বিকেল সেই আশে।