তোমার সকাল, আমার দুপুর
ছোট-ছোট মান-অভিমান,
ধীরে ধীরে দেয়াল তোলে
গড়ে দেয় ব্যাবধান।
তোমার সত্য সবই সত্য
আমার টুকটাক মিথ্যে,
মাঝে বাধার পাহাড়
দু'জনের ক্ষুদ্র জিদ্দে।
তোমার আকাশ নীলে নীল
আমার আকাশ কালো,
যতোই মান অভিমান, তবু
দু'জন দু'জনকে বাসি ভাল।