“যখন থাকে কাছে প্রিয়জন
যায় না বুঝা তাঁর প্রয়োজন”
দূর হয় একটু যখন
কাঁদে এ অবুঝ মন।
“এই দূরে থাকা যদি হয় দীর্ঘ
দুঃখে ভরে যায় সুখের স্বর্গ”
দিনে-দিনে বাড়ে দূরত্ব
ভুলে যায় যতো সংসক্ত।
“যার প্রতি ছিল এতো আকৃষ্ট
এক নিমিষে হয়ে যায় তা নষ্ট”
যখন ভুলের খাতায় প্রিয়
একটু না হয় খবর নিও।


দাম্মাম, শনিবার
০৬ জ্যৈষ্ঠ ১৪২৪, ২০ মে ২০১৭