নম্র ভালো মানুষ গুলোই খাচ্ছে যে মার রোজ,
মন্দের খবর রাখে সবাই রাখেনা ভালোর খোঁজ ।
সাদা মনের মানুষ গুলো থাকে লোক অন্তরালে
বিপদে কেউ পড়লে তখন পাবে যে হাত বাড়ালে।
সুন্দর মনের অধিকারী পায়না সুন্দর মন
নিত্য সাজে মন্দের বাজার; হয়না আপনজন ।
সঠিক পথে চলতে যে চায় আসে শতো বাধা
মন্দ ভোগে ভালো শোকে ভালোরাই পায় সাজা ।
সদায় জাগে যে ওরা মানবতার ফেরিওয়ালা
দুঃখ শোকে পাশে থাকে নিত্য হাসায় আলাভোলা।


রবিবার, দাম্মাম, সৌদিআরব  
২৯ শ্রাবণ ১৪৩০, ১৩ আগস্ট ২০২৩