পেয়েছি মোরা স্বাধীনতা
পাইনি আজো মুক্তি,
ভালোই আছে, সুখে আছি
দাও না যতো যুক্তি ।
বিশাল বড় বিল্ডিং উঠে
অট্টালিকায় দেশ,
উন্নয়নের দেখে ছবি
লাগছে বড় বেশ।
গ্রাম আজ হচ্ছে ছোট শহর
কৃষি জমি শেষ
হত্যা করে দেশের প্রাণ
ক্লান্ত অবশেষ ।
“যার আছে তার চাই যে আরো
নিঃস্ব যিনি শূন্য,
রাজার ধনে খুশি উজির
ভান্ডার করে পূর্ণ” ।
ঘরহারা ঘুরে পথে-ঘাটে
পায়না সুখের বাস,
বর্ষা শীতে বৃষ্টি ভেজায়
দুঃখে বারোমাস।


পৌষ ১৪২৪, ডিসেম্বর ২০১৭