আজকের সুর্যটা একটু বেশিই লাল মনে হলো-
‘হয়তো আজ সূর্যের দুঃখের পরিমান বেশি ছিল’।
তোমার চোখের নীচে কালছে দাগ মনে করে দেয়
তুমিও কাল রাত ঘুমাওনি, বিনিদ্রায় কেটেছে সময়।
শুধু কি আমার ভাবনায় কাটে তোমার দিন-রাত
আমি কি ছিলাম মিশে তোমার স্বপ্ন সাধনায়।
অনেকটা দূরের পথ পাড়ি দিয়ে, খুঁজে নিতে আমার ঠিকানা
অথচ চেনা ঠিকানায় আমি আজ অচেনা ।
সময়ের স্রোতে এসেছি অনেক দূর, পেছনে ফেলে সুখের সুর
এখন উপলদ্ধি হলো আসলে ভুল পথে ভুল ঠিকানার খুঁজে
আমার আমিরে হারিয়ে ফেলেছি ক'বে সেই অমূলক।
আজ বুঝলাম যা ছিল তাই ভালো, বেশি আরও বেশি এই তো ধুসর।
"পথের খুঁজে পথ ধরেছি, সুখের খুঁজে সুখ বিলিয়ে"
হাতের কাছেই জমা ছিল, তোমার বুকের গভীরে
'আশার প্রদীপ ধরতে গিয়ে থমকে দাঁড়াই
না পাওয়া সেই ভালোবাসা! যার খুঁজে পথ হারাই'।
এতোটাই ভালোবাসতে আমায়! পারি নি তা বুঝতে আমি
কতোটা কাছে ছিলাম যতোটা দূরে রইলাম জানে সেই অন্তযার্মী ।
তোমার বাঁধনে বেঁধে নাও আমায় বাহু ডোরে
ভালোবাসি তোমায় ফিরে এলাম তোমার দুয়ারে।।