তোর শহরে একলা আমি, হাঁটছি ধরে অচেনা পথ
তোর ঠিকানা নয় তো জানা, দিচ্ছে লোকে নানা মত।
কোথায় আছিস কোন গলিতে খুঁজছি রাত ভর?
তোর কামনায় আঁধার শেষে ঊষার আলোয় ভোর।
কেমন আছিস, কাটছে দিন তোর কেমন করে বল ?
দেখিস কি তুই ? জোনাক জ্বলা নিশিরাতে তারার দল।
আমার মতো ছাদে গিয়ে দেখিস কিনা চাঁদ
বোকার মতো হেসে অবশেষে মিলে কি ফাঁদ।
রাতের আকাশ ঘোর আঁধারে খুঁজিস কিনা ব্যস্ততা
আগের মতো এখনো কী রয়েছে তোর সে অবস্থা ।
হেসে-হেসে বলছে কি সে জানিস নাকি তুই –
তোর শহরে একেলা আমি, শিশির কণায় তোকে ছুঁই।
তোর শহরের ‘কোমলতায়’ আমি রোজ মুগ্ধ হই
দেখা তোর পেতে মনের ক্ষেতে পথ পানে চেয়ে রই।


বৃহস্পতিবার, দাম্মাম, সৌদিআরব
২৫ জ্যৈষ্ঠ ১৪২৪, ০৮ জুন ২০১৭