মুখ ফুটে বলাই ভালো বিদায়ের আগে
হারিয়ে সময় কেঁদে-কেঁদে কি হবে ?
সময় নদীর মতো 'নারী'ও তেমন
বহতা স্রোতে হারিয়ে গেছে দূর বহু দূর
'হয়তো আর কভু আসবেনা ফিরে
তোমার ভালোবাসার নীড়ে'
তাই ভুলে যাও আপন মনে পৃথিবী সাজাও।
নিজেকে সেই আসনে বসাও
একদিন যেনো আপসোস করে না বলো তাই
কেনো বার-বার শুধু তোমাকেই হারাই !
-যা ছিলো বলার হয়নি বলা-
পাশা-পাশি থেকেও একসাথে হয়নি চলা
চলে গেলে তুমি ছেড়ে এই ভূমি-
অনেক দূরে সেই অনেক দূরে
আসবে না আর কভু ফিরে।
তবু হয়নি বলা "ভালোবাসি"
ছিলাম মোরা সারা জীবন পাশা-পাশি কাছা-কাছি।