সেই শার্ট প্যান্টে গুঁজে দিয়ে, ফুল হাতা শার্ট,
বুড়ো, বুড়ো চশমা লাগিয়ে, সু পায়ে যেন স্মার্ট;
চলতে হলে পাঁচ তলার সিঁড়ি বেয়ে-
সময় মতো যেন পৌঁছতে পারি অফিস যেয়ে ।
তারপরে ও দেরি আটটার অফিস পনেরো মিনিট
দেরি করে খুলেছে পিয়নের, থাকে নাতো ফিট ,
সেই ঘোছানো অফিস, সেই চেয়ার-
যেখানে গিয়ে মিশেছে আমার সকল পেয়ার ;
কম্পিউটারে আলতো টিপাটিপি, ঘুরানো মাউস
যা কিনা জাগিয়ে তুলে পিসি আমার আনে হুশ।
সেই ভুতুড়ে গল্পগুলো, ভয় জাগায় না মনে-
আসলে তো গল্পগুলো যায় না আমার সনে ,
অল্প কিছু ভালো লোক, বাকি সব ফাঁকিবাজ-
কি করে যে বলি, কে কতটুকু করে কাজ ।
ফাঁকি দিতে দিতে কখন যে, জীবন টা হলো বাকি
আমরা কতটুকু নিয়েছি, হিসাব দিয়েছি কত ফাঁকি;
সত্য সুন্দর কেউ চায় না, সবাই মিথ্যা ভালোবাসি
সত্য বলা বড় দোষের, করবে সবাই ঠাট্টা হাসি,
জীবন সে তো ছন্দে বাঁধা পদ্য হয় না-
সত্য সুন্দর বিজয়ী হবে সে কথা মোদের মনে রয় না ।