প্রেম যে কাকে বলে সেতো বুঝি না


প্রেমকে জানা আজো, হ-ল-না ।



কেউ যদি করে প্রেম, লোকে কেন মন্দ কয়?


সুখের আশায় করে প্রেম, কেন সে দুঃখ পায়?


হয়তো প্রেম মানে, কারো মনের মাঝে


সাজানো বাঁধানো, ছ-ল-না ।



স্বর্গ হতে আসে প্রেম, স্বর্গে নাকি চলে যায়


বড় বড় মনীষী, কবিরা বলে যায় ।


হয়তো প্রেম মানে, তাদের মনের মাঝে


প্রেমিক হওয়ার কিছু, বা-স-না।



অনেকেই প্রেমে পড়ে, অতঃপর ঘর বাঁধে


সুখেতে ভুবন ভরে, দুজনার দুটি মনে


হয়তো প্রেম মানে, স্বপ্ন বাসর সাজে


মধুময় ক্ষণ পাওয়ার, সা-ধ-না।