বহুদিন সবকিছু ঠিকঠাক ছিলো
কাঁঠালচাঁপায় ছিলো বৃহৎ সুঘ্রাণ
ছিলাম হরিণ-চোখে আধশোয়া আমি
বাঁধানো তোমার কালসিটের খিলানে !


ছিলো কামিজের খামে পরিপাটি চিঠি
যে-খাম লাগে না, খোলে লালায় জিভের
তার ইচ্ছুক আর মুগ্ধ প্লাবনে
জন্মেছি নদী এক ব্যাকুল গড়াই !


ছিলো সবকিছু ছিলো, তারপর শেষ
ধুধু উঠোনেতে শুয়ে ধানের দোহাই  
করিডোরে প্যারালাইজড পটুয়া সকাল
তোমার কারণে ! লীন একদা অথচ


তুমি না বলতে নলখাগড়ায় শুবে ?
ভাগ্যিস ভুলে গেছো, তাই খাটে শুই !