নখদর্পণে আছে হৃদয়ের ট্যারা চোখে কারা
আলোর শরীরে রাখে নন্দিত শাড়ি জামদানি
কারা রোপে ধমনীতে সুশুভ্র বেশ্যার বীজ
আলতো আঙ্গুল দিয়ে, ঠিকঠাক জানি !


আদতে, যতটা জানি তারও বেশী জানবার আছে
যতটা তোমায় বাসি তারও বেশী ভালোবাসা যায়
তবু, প্রয়োজন দিয়ে জীবনবাদীতা শেখা বলে
মূলত শহীদ হওয়া আগাছারা স্রেফ মরে যায় !