জনশ্রুতি আছে, তারা ভালোবাসতেন
মায়াহরিণের চোখ-হৃদয় বাড়িয়ে-
ধরতেন মৃতদেহ, বুকে রাখতেন
অস্থিতে জোৎস্নার শরীর মাখিয়ে।


জনশ্রুতি আছে, তারা ভালোবাসতেন
তোমার ঘৃণাতে তাই ভোট থাকছেই
যে-ঘৃণা আমায় করো, কারণ আমার
বিধাতা-মাটির মত জনশ্রুতি নেই !