আঙিনায় জ্বালিয়েছে উনুন এক মাছ
চড়িয়েছে তার উপর ধাতব কড়াই
ছড়িয়েছে তেল, শেষে দু’মিনিট ছেদ
ছ্যাঁত করে উঠলেন ফিরোজ আহমেদ।


ধরি, মাছ-যুগে আছি, উল্টো সময় ?
আছি তো মাছের’ই যুগে ধরে এতকাল
মানুষের যুগ হলে, বলুন তো কবে—
জলে ঘর বেঁধেছিলো রাঘববোয়াল ?