আরো কিছু আছো যারা চুরি যেতে বাকী 
যেমন, বিফল শত পিছু ডাকাডাকি ।
যেমন, পথেতে যার'ই ছায়া দেখা গেলো
অমনি কাঁপন বুকে, 'ওই বুঝি এলো !
ওই বুঝি এলো টেলো ধরনের রবে-
হাসো যারা, চুরি যাও দূর কলরবে !
জেনো, আমি ছাড়া হবে যার'ই যুগপৎ 
সুখী হবে ! বিফলেতে মূল্য ফেরত !!


চুরি যাও বোতামের প্যাঁচে ভুল করে-
থেকে যাওয়া এক-গাছি চুল অনাদরে 
চুরি যাও মাথা ভরে ঘোরা কথা-রাশি,
তবেযে সে বলেছিলো 'তোকে ভালোবাসি'!
চুরি যাও তৃষ্ণাতে কথা শুনবার-
প্রতিদান, লাইন বিজি-নো এ্যানসার !
চুরি যাও ঈদ-কার্ড, সেহরির বেলা 
ছোটো ফুসরত, তবু কত কথা বলা ৷
চুরি যাও সাদা মেঘ, কুলফি মালাই
তার প্রিয়, তাই আমারো প্রিয় ছিলি ভাই !
চুরি যাও একসাথে পাহাড়-তলী'র-
পাহাড়ী জোৎস্না খাওয়া ফন্দি-ফিকির ৷
চুরি যাও প্রেম-ঘৃণা, প্রিয় অ-প্রিয় 
কাঁদবার ক্ষণে শুধু মনে পড়ে যেয়ো !