একটা কোপে        
কিংবা ঘায়ে    
শতকরাতে        
অল্প পুড়ে,            
বীরাঙ্গণা          
কিংবা নিখোঁজ      
মানুষগুলোর        
কবর খুঁড়ে,          
এক কাতারের      
সিন্নি বুলেট        
কেমন ছিল        
বুঝবে না...  
বুঝতে পারো
স্বাধীন তুমি
লাল-সবুজের
ঝান্ডা উড়ে,
তিরিশ লাখের
বধ্যভূমি
বাংলাদেশের
জমিন জুড়ে,
আদব-লেহাজ
ব্রাদারহুডের
দোহাই দিয়ে
খুঁজবে না।