তেত্রিশ টাকা  শতকরা হারে
সুদ নেই কেউ বোঝেনা,
ভদ্র মুখোসে সব্বাই কাত্
দোষ-ত্রুটি কেউ খোঁজেনা।
গরীবের সব কষ্টকে আমি
বিক্রি-বাট্টা করে
ছোটলোক থেকে বড়লোক হই
গরীব শুধু মরে।
আমার জন্মে একশো একটা
রাক্ষস মরে শেষ,
তোমার সাথে আমার আলাপ
এখন জমবে বেশ।