‌পেট ভ‌রে ভাত খায়
বায়বীয় ধাক্কায়
শর্করা দেয় সুখ
আর ঘুম ঘুম ভাব,
ম‌নে হয় মৈনাক
‌পেট ফু‌লে ঢোল-ঢাক্
‌গোলগাল গোলমাল
বস্তা বা আসবাব।
জ্যা‌মি‌তিক ব্যাখ্যায়
সামা‌জিক আখ্যায়
‌টিটকা‌রি দেয় লোক
আর দেয় দুঃখ,
খাদ্য ঘাট‌তি হ‌লে
আ‌রো শত ছু‌তো ছ‌লে
‌নির্মম নিন্দুক
‌খোঁচা মা‌রে সূক্ষ।
হাল ফ্যাশ‌নের জামা
আয়না দেখ‌লে থামা
‌সিঁ‌ড়ি বে‌য়ে ওঠা-নামা
আর নয়, আর নয়,
দ‌র্জি কাপড় মা‌পে
সূর্য ঘামায় তা‌পে
বাস-‌টে‌ম্পোর চা‌পে
অ‌নেক কষ্ট হয়।
অকা‌লে সবার মামা
প্যান্ট ছে‌ড়ে পায়জামা
শর্করা মায়াজা‌লে
‌নিজ‌দে‌হে বন্দী,
‌খেলায় নেয় না কেউ
না‌ছোড়বান্দা ফেউ
ওজন কমা‌তে গি‌য়ে
আঁ‌টে নানা ফ‌ন্দি।
‌বিজ্ঞাপ‌নের মা‌ঝে
কল্প-কথার ভাঁ‌জে
আশ্বাস ভরা ভরা
ভরসায় ঠন্ ঠন্
‌নিন্দুক থামা‌তে
মেদ-ভু‌ড়ি ঘামা‌তে
সব সং‌ক্ষেপ শেষ...
বদলাক্ দিন-ক্ষণ।