‌জিহ্বার গু‌ণে স্বাস্থ্য বে‌ড়ে‌ছে
‌চিন্তা চুল‌কে পাকায়,
‌টোটকার গু‌ণে সুস্থ হ‌য়ে‌ছি
‌শিল্পী ব্যস্ত আঁকায়।
‌সেজদার গু‌ণে উন্ন‌তি হয়
‌কি‌লি‌য়ে কাঁঠাল পাকাই,
‌মিথ্যার গু‌ণে সবাই খারাপ,
আঙ্গুল দ্যা‌খো বাঁকাই।
মাখন মাখ‌লে ভালোই লা‌গে,
থাপ্পড় খে‌লে লজ্জা,
চা‌হিদার দে‌শে সভ্যতা জা‌গে,
প‌তিতার সাজ-সজ্জা।