কবি : ফারহাত আহমেদ
কবিতা সংখ্যা : ৬০
প্রসঙ্গ :
কখ‌নো সরাস‌রি, কখ‌নো রূপ‌কে আমাদের নানারঙা আ‌বেগ, অনুভূ‌তি, ভাব, ভাবনা নি‌য়ে এই কাব্য গ্র‌ন্থটি।
ভূ‌মিকা :
আমার ক‌বিতা নি‌য়ে কথা বল‌তে গে‌লে না চাই‌লেও আত্মপক্ষ সমর্থ‌ণের জন্য অ‌নেকবার
ক‌বি থে‌কে হ‌য়ে‌ছি উ‌কিল।
"কত ডা‌কি, তু‌মি আ‌সো না"র ক্ষে‌ত্রে আর উ‌কিল হ‌বো না। শুধু শুন‌বো, আর হাস‌বো। অ‌নেক অ‌নেক ক‌ষ্টের হা‌সি।


ফারহাত আহ‌মেদ।
সৈয়দপুর।


মূল্য : ২৫০/=  
উৎসর্গ : মুহাম্মদ ইউসুফ
প্রকাশ : ফেব্রুয়া‌রি, ২০২৪
গ্রন্থস্বত্ব : লেখক
প্রকাশক : Neel Sadhu
প্রকাশনী : এক রঙা এক ঘুড়ি
পাওয়া যা‌বে :
অমর একু‌শে বই‌মেলা ২০২৪ এর এক রঙা এক ঘু‌ড়ি
স্টল নং ৫৮৪
লিংক :
https://www.rokomari.com/book/376405/koto-daki-tumi-asona