পোস্টার, ব্যানারের
স্তুপ আ‌ছে পড়া,
‌কিছু আ‌ছে অক্ষত,
‌কিছু কিছু ছেঁড়া।
প্র‌তিবা‌দে লাভ নাই
‌বোঝাবু‌ঝি শেষ,
ডাস্ট‌বি‌নে চ‌লে যা‌বে
বাকী অব‌শেষ।
এটা চাই, ওটা চাই
ক‌রে কোন্ শালা?
নিষ্কর্মার সা‌থে
কিছু ডালপালা।
ইথা‌রে হারায় সব
অরণ্য রোদ‌নে,
বিলাইরা বাঘ হয়
জলপাই ব‌নে।
ইথার ফেরত দে‌বে
ই‌থা‌রের কথা,
সুদ সহ গু‌ণে নে‌বো
না পাওয়ার ব্যথা।
জলপাই বন হোক
আ‌রো বলশালী,
ঘুন‌পোকা এক‌দিন
হ‌বে তার মালী।