ঠান্ডার সা‌থে গাঁটছড়া বাঁ‌ধি
যখন গরম লা‌গে,
উষ্ণতা খুঁ‌জি কাঙা‌লের ম‌তো
শীত‌কে আন‌তে বা‌গে।
দশ আঙ্গু‌লের ঝাকড়া চু‌লের
‌দিওয়ানী অ‌নেক দে‌খে‌ছি,
দু'চার গাছাও আজ ভাঁজ ক‌রে,
‌চিরুনী প‌কে‌টে রে‌খে‌ছি।
প্রাণভ‌রে কত মিঠাই খে‌য়ে‌ছি
ডায়‌বে‌টি‌সের আ‌গে,
‌মিঠাই হারাম, মু‌ড়ি খাই আজ,
ওটাই ভাল্লা‌গে।
মরার আ‌গে বাঁচার জন্য
ক্রমাগত ছা‌ড়ি, ধ‌রি,
এম‌নি অ‌নেক বিপরীত গৎ
আমরা রচনা ক‌রি।