ভাইভার মতো উত্তর দাও
ধান্দার মতো সাজো,
কোকিলার মতো কন্ঠস্বর,
বাইজীর মতো নাচো।
রবোটের মতো মাপা মাপা হাসি
সুগারকোটেড লাগে
সর্পিনীবেশে আষ্টেপৃষ্ঠে
বাঁধো বুঝবার আগে।
আলুর দোষে দুষ্ট ভেবেছো
ভেবেছো মাকাল ফল
ফ্লপ সিনেমার নায়িকার চোখে
এক বর্ষার জল।