ইমেজ হলে
ক্রাইসিস হয়,
সুচিত্রা সেন জানতেন
“পোড়ামুখ আর
দেখাবোই না”
এমন নীতি মানতেন।
ভেতরে-বাইরে
দেখাবার মতো
তোমার যা কিছু আছে
চেহারা হিসাবে
সেটাই থাকুক
সবার মনের মাঝে।
সুচিত্রা নয়,
সবার একটা
বাহির,একটা অন্দর,
হিপোক্রেসি
রক্তে থাকুক,
বাইরে সবাই সুন্দর।