ভিজা গামছায়,শীতল পাটিতে
কিংবা পুকুরে শুদ্ধ,
আম-কাঁঠালের পাশাপাশি চলে
গ্রীষ্মে গরম যুদ্ধ।
বর্ষায় ভিজে অমর হয়েছি
একবার ভিজে দ্যাখ্
খুব বেশী হলে জ্বর-জারি হবে
একশো,একশো এক।
কাঠ-ফাটা রোদে হঠাৎ পাবি
পল্ কা  ঠান্ডা হাওয়া
বুঝবি শরত এসে গেছে তোর,
ওটাই পরম পাওয়া।
হেমন্তকাল নবান্ন দেয়
লেপের ভিতরে শীত,
পিঠা খেতে খেতে বসন্ত হয়,
ষড়ঋতু জুড়ে গীত।