সবাই বলে কবির নাকি
দুঃখ অনেক জ্বালা,
আমার ঘরের দুঃখপুরে
ঝুলছে অনেক তালা।
কষ্টগুলোই রূপকথা হয়
কাব্য নামে চর্চা,
দুঃখপুরের তালায় তালায়
আমার যত খরচা।
“লাল কষ্ট,নীল কষ্ট,
কষ্ট নেবে” হাঁকছে,
আটকে রাখি, বের করি না
কষ্ট আমায় ডাকছে।