সুখের অসুখে আক্রান্তরা দুঃখ দুঃখ খেলে
সবগুলো দাঁত নষ্ট হলেও “চকলেট চাই” বলে।
পেটপুরে ভাত খাবার পরেও “দুধের উপাস” হলে
আহলাদি মা’র সন্তান দ্যাখো মেঘলামুখে চলে।
পত্রিকা পড়ে দেশ গোল্লায় চায়ের চুমুকে ভাবি
একটু শীতেই সোয়েটার পরে "শীত শীত" বলে কাঁপি।
প্রেম প্রেম খেলে বানরের মতো এই ডাল থেকে ঐ ডাল
সুখের অসুখে ভালবাসা নাই, আছে লাগাতার হরতাল।