বিশ্বাস নিয়ে বাঁচতে চেয়েছি,
যুক্তির ধার ধারিনা,
বিশ্বাস দেয় পথের জন্ম,
কেউ কারো পথ মাড়িনা।
মতের আদান-প্রদানে মতের
ওলট-পালট অল্প,
তালগাছে বলি,“সখী তুমি কার?”
পুরানো সেসব গল্প।
বিশ্বাসমূলে আঘাত পড়লে
প্রাণপনে তারা লড়বেই,
যত ঠান্ডাই মাথা হোক তোর,
হাত নিশ-পিশ করবেই।
কখনো দেখবে শক্তির ভয়ে
হারায় অবাধ্যতা,
দেখবে তখন উপেনের মতো
মেনে নেই সব কথা।