বিশ্বাস করো


আজ তোমার জন্য
একশো একটি নীলপদ্ম এনেছি,
বিশ্বাস করো  অনেক ভালবাসি।


আজ তোমার জন্য, মদনপুরে
দাঁড়িয়ে থাকতে আর হয় না দেরি,
বিশ্বাস করো অনেক ভালবাসি


এখনও তোমাকে দেখতে
বার বার মদনপুর চলে আসি,
বিশ্বাস করো  অনেক ভালোবাসি।


এখনও প্রতিটি সকালে
অবেলা ফুটা বকুলের মালা আনি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


এখনও খালি পায়ে সকাল দুপুর
পিচ ঢালা পথে তুমিহীনা হাটি,
বিশ্বাস করো অনেক ভালোবাসি।


সবুজ ঘাসে বসে
কাশফুল দেখি আর একাই কথা বলি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


সকাল,সন্ধ্যা মেঘের সাথে ভিজি
কারন এটাও ছিল তোমার খুশি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


এখনও একা একা
প্রতিটি সূর্যাস্ত দেখি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


প্রতিটি পূর্ণিমার
অবাক জ্যোৎস্নায় তোমায় আঁকি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


প্রতিটি বৈশাখে একা একা
মেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আসি,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


প্রতিটি দীর্ঘশ্বাস
জানে, তুমি কতটা অভিমানী,
বিশ্বাস করো অনেক ভালবাসি।


এখনও একা স্বচ্ছ সরবরের কাছে দাঁড়িয়ে
আমি রাজহাঁস এর প্রেমের খেলা দেখি,
বিশ্বাস করো অনেক ভালোবাসি।


কবিতার প্রতিটি লাইনে তুমি
আছো আজও ভাসি,
বিশ্বাস করো অনেক ভালোবাসি।


#ছোটমামা_ধানমন্ডি।