বৈশাখ
        লেখক:শেখ ফরিদ
বৈশাখ এলো
নিয়ে নতুন ভোর,
আকাশে বাতাসে
তুলে নতুনত্বের সুর।


বৈশাখ মানে
শত রঙে রাঙা।


বৈশাখ মানে
সকল অতীতকে ভাঙা।


বৈশাখ মানে
কৃষকের মুখে আনন্দ হাসি।


বৈশাখ মানে
দুঃখ মুছে সুখের জোয়ারে ভাসি।


বৈশাখ মানে
পান্তা ভাত আর ইলিশ।


বৈশাখ মানে
মেলার মাঝে বখাটেদের ছন্দময় শীষ।


বৈশাখ মানে
শত রমণির শাড়ী আর খোলা চুল।


বৈশাখ মানে
ভালবাসা গড়া হয় দিয়ে নতুন কোন ভুল।


বৈশাখ মানে
মন্তা মিঠাই আর জিলাপি।


বৈশাখ মানে
রমনার বটমূলে নব গানে লাফালাফি।


বৈশাখ মানে
ভাই বোন সবে মিলে মেলায় যাওয়া।


বৈশাখ মানে
দিন বদলের গান গাওয়া।


বৈশাখ নয় কারো একার
বৈশাখ নয় কোন ধর্মের,
বৈশাখ পুরো বাঙালি জাতির
বৈশাখ প্রাণের মিলন মেলা সবার।


#ছোটমামা