কবিতা কি জানো


কবিতা কি জানো?
কবিতা হলো অন্যায়ের বিপক্ষে ছোঁড়া একটি বুলেট।


কবিতা কি জানো?
কবিতা হলো রাস্তার সেই ছেলেটির অধিকার আদায়ের অস্র।


কবিতা কি জানো?
কবিতা হলো ব্যর্থ প্রেমিকের প্রেমোসুখ।


কবিতা কি জানো?
কবিতা হলো পথিকের শীতল ছায়া।


কবিতা কি জানো?
কবিতা হলো মা হারা ছেলের আর্তনাদ।


কবিতা কি জানো?
কবিতা হলো প্রেমিকার ভালবাসাভরা সন্দেহের চোখ।


কবিতা কি জানো?
কবিতা হলো যোদ্ধার অদম্য সাহস।


কবিতা কি জানো?
কবিতা হলো বিবাহিত বোনের ভাইয়ের জন্য অপেক্ষার প্রহর।


কবিতা কি জানো?
কবিতা হলো বৃদ্ধাশ্রমের সেই মহিলার বেদনাহত মন।


কবিতা কি জানো?
কবিতা হলো জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান।


কবিতা কি জানো?
কবিতা হলো মনের খোরাক।


কবিতা কি জানো?
কবিতা হলো প্রতিটি রাস্তার কষ্টের আওয়াজ।


কবিতা কি জানো?
কবিতা হলো প্রতিটি পাহাড়ের নিরবে অপেক্ষার প্রহর।


কবিতা কি জানো?
কবিতা হলো বৃষ্টির রিমঝিম শব্দ।


কবিতা কি জানো?
কবিতা হলো শীতের কষ্টময় প্রকৃতি।


কবিতা কি জানো?
কবিতা হলো বসন্তের কোকিলের কুহু কুহুধ্বনি।


কবিতা কি জানো?
কবিতা হলো পোড়া হৃদয়ের গন্ধ।


কবিতা কি জানো?
কবিতা হলো নববধূর পায়ের আলতা।


কবিতা কি জানো?
কবিতা হলো ভয়কে জয়ের গল্প।


কবিতা কি জানো?
কবিতা হলো গ্রামের কৃষাণের জীবনী।


কবিতা কি জানো?
কবিতা হলো অন্ধকারে আলোর প্রদীপ।


কবিতাকে ভালবাসি,
তাইতো কবিতার মাঝে বার বার ফিরে আসি।


#ছোটমামা_ধানমন্ডি