💜💜💜💜কৃষ্ণচূড়া💜💜💜


চারু,
ভুলে কি গেছ সেই কৃষ্ণচূড়ার কথা
কত কথা বলতে তুমি প্রতিদিন
সেই কৃষ্ণচূড়া গাছের নিচে,রেখে আমার কাধে মাথা।


প্রতিদিন তুমি আমাকে ছেড়ে না যাওয়ার করতে প্রতিঙ্গা
আজ সেই তুমি!!
আমাকে ভুলার জন্য দিচ্ছো আমার কত ভুলের ব্যাখ্যা।


কিন্ত আমিতো ভুলে পারব না
সেই কৃষ্ণচূড়ার লালাভাব,
তারি সঙ্গে তোমার পাগলামি স্বভাব।


মাঝে মাঝেই তুমি দিতে আমায় আমন্ত্রণ
সেই প্রেমের অগ্নিস্বাক্ষী কৃষ্ণচূড়া গাছের নিচে।


তুমি সেথায় থাকতে দাঁড়িয়ে পড়ে লাল শাড়ী
আমার যদি কখনও আসতে হতো একটু দেরি
অভিমানে আর রাগে ফিরিয়ে নিতে মুখ আর বলতে,
যাও তেমারার সাথে কোন কথা নেই,তোমার সাথে আড়ি।


কৃষ্ণচূড়ার মতো লালে লাল হয়ে থাকতে
আর রেগে গিয়ে মুখটা করে থাকতে ভারী।


আজ তুমি নেই,
তুমি চলে গেছ, রেখে গেছ শুধুই কিছু স্মৃতি,আর ব্যাথা
কিন্তু দেখ,
সেই চিরচেনা কৃষ্ণচূড়া এখনও নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে সেথা।


আজ কৃষ্ণচূড়া আমার শহরের বুকে একেছে নতুন রেখা
তাই সেই স্মৃতি মনে করে কবিতাটি লেখা।


ভালো থেকো চারু,
নিশ্চয় এখন করেছো নতুন জীবন শুরু
#ছোটমামা