অপেক্ষা


আমি সেদিনের কথা লিখছি,,
জৈষ্ঠ্যের শেষ দিন আর আষাঢ় শুরু,
সকালবেলা রক্তিম সূর্যোদয়,
সবাই যেন কোন অজানা কিছুর জন্য অপেক্ষা করছে।
আমি বাহিরে আসতেই শীতল হাওয়া আমাকে ছুয়ে গেল,
আর কানে কানে বলে গেল কথা গুলো,
আরে,!আরে!! আজবতো
ওরা আমার মনের কথা কেমন করে বুজল!


ওদের সেই কথায় সাড়া দিল,
নদীর ঘাটে পড়ে থাকা নৌকাটা
সে যেন আপন মনে একাই ছুটে চলেছে,
তার সাথে তাল মিলিয়ে মাছরাঙ্গাটাও
ডানা ঝাপটিয়ে,ডানা ঝাপটিয়ে,
উড়ে গেল সদূর আকাশে।
আরে বাহ!
মাঠের মাঝে দাঁড়িয়ে থাকা বট বৃক্ষটাও যেন তারি অপেক্ষায় প্রহর গুনে আসছে।
আরে! আরে!
ওইতো রিমঝিম বৃষ্টি শুরু হয়ে গেছে,
প্রকৃতির কি অপরূপ খেলা,
এদেখি এখন আমাকেও ভিজিয়ে দিয়ে যাচ্ছে,
আছো কি এমন কেউ??
যে আমার সাথে প্রকৃতির এই রূপরস গ্রহন করবে।


#ছোট_মামা