প্রিয় প্রিয়তম


       লেখক:শেখ ফরিদ


সেদিনও তুমি বিকেলবেলা
হঠাৎ চোখের দিকে তাকিয়ে
বলেছিলে,বলতো প্রেম কি?
আমি নিশ্চুপ থাকায় মুখটি নিলে বাকিয়ে।


তার কিছুক্ষণ পর আবার
বলে ওঠলে এবার বল দেখি,
মোহ মায়া কাকে বলে?
সেবারও শুধু ডেব ডেব ছিলাম তাকি।


আর শেষ বার
শেষ বার বলেছিলে ভুলে যেতে,
আর সেইদিন ঘুমাইনি
অঝরে অশ্রু ঝরেছিল সারা রাতে।


আজো তোমার সেই কাচের চুড়ির আওয়াজ
আমার কানে সুরের ঝংকারর হয়ে বাজে,
আজও তোমার ঠোটের কালো তিলের দৃশ্যপট
আমার মনের আকাশে চাঁদ হয়ে সাজে।


ভুলিনি কোন কিছুই প্রিয়তম
হৃদয়ও মন্দিরে তোমারি বিচরণ,
বারে বারে আমার এ নিকষা হৃদয়
তুমি মোহ মায়ায় করিছো হরণ।


#ছোটমামা_নিখোঁজ