শেষ চিঠি


হে প্রিয়তমা চারু,


কাল মদনপুরে
তোমার সেই প্রিয়
নীলপদ্ম হাতে নিয়ে
ছিলাম দাঁড়িয়ে অদূরে।


চলতে গিয়ে অনুভব করলাম
সাড়া দিয়ে যাচ্ছে ক্ষনে ক্ষনে,
তোমার সেই স্মৃতি গুলো,
বার বার ক্ষত,বিক্ষত পোড়া মনে।


এখনও তোমার অপেক্ষায়
হাতে লয়ে একগুচ্ছ
কুয়াশায় সিক্ত কদমফুল,
জানি আর আসবে না ফিরে
ভাঙাতে এই অদম প্রেমিকের ভুল।


তোমার সেই কালো কেশ
দিব্যি মেঘ হয়ে সাজে বেশ।


তোমার সেই আখি
আমি আকাশের মাঝে দেখি।


তোমার সেই মিষ্টি কন্ঠ
আজও মৃদু বাতাসে ভাসে।


তোমার কপালের কালো টিপ
হয়ে আছে মনের কোণে আজও অজানা এক দ্বিপ।


আর একটিবার ফিরে এসো চারু,
এই নীলপদ্মের মদনপুর ঝিলে।
কথা দিলাম পদ্মপাতার তাজমহল
গড়ে তুলব তিলে তিলে।


#ছোটমামা_জামালপুর_সরিষাবাড়ী।