বিশালাকার পৃথিবীর আর কতটুকুই বা-জানি,
গোটা কয়েক দেশের নাম আর উহার রাজধানী।
ভাষা আর মুদ্রার নাম রাখি কি করিয়া মনে,
কতক তাহার পরিবর্তন হচ্ছেই বা ক্ষণে -ক্ষণে।


অস্ত্রে মার্কিন শিল্পে ব্রিটিশ বুদ্ধিতে জানি চিনা
জ্ঞান-ধনে সেরা য়ুরোপ আর খেলায় ব্রাজেন্টিনা।
সভ্যতার আদি ঘুমিয়ে নাকি গ্রীক প্রাচ্য ভরে
বিখ্যাত আর জ্ঞানী গুণী সব ছড়ায়ে অবনীজুড়ে।


বাংলা যে এক বিস্ময় তা জানে আজ সারা বিশ্ব
স্বাধীনতা হারিয়ে যে জাতি, হল একদা নিঃস্ব।
ভাষার দাবীর আন্দলোনে রক্ষা হয়েছিল ভাষার
সঙ্গোপনে বুনেছিল বীজ স্বাধীকারের-ই আশার৷


যুদ্ধ হলো মরলো মানুষ লাখ তিরিশের মতো
রক্ত এত!দেয় নি কেহ জাতি আছে সব ততো৷
অতঃপর নয়মাসে স্বাধীন হল বাংলা আমার দেশ
কত শহীদের আত্নত্যাগ তাহা নেইকো কোনোশেষ।


কোয়েল-দোয়েল শ্যামা গুন্জনে ভরে উঠিছে মন
ছ'টি ভিন্ন ঋতুর নৃত্যলীলা,যেন রত সারাক্ষণ।
বাংলা এমন ভিন্ন জাতিবসতও সংস্কৃতির উঠান
সদ্ভাব আর গলাগলিতে জাতিকে করেছে মহান।


জালের মত খাল বিল ক্ষেত নদী ছড়িয়ে কত
মৎস-আবাদ-সেচে মানুষ ব্যস্ত অবিরত।
যদিও কেউবা মরছে আজও অতৃপ্তি অনাহারে
অর্থক্লেশ তথাপি সুখ বিরাজ করিছে ঘরে ৷


স্বপ্নতুর বাঙালি মোরা তুচছ মানি ভয়
সম্ভাবনা দৃশ্যমান তব হবে বিশ্ব জয়৷