"কালের কলসের সুবিস্তৃত পরিক্রমায় ,
অতিকায় বসুধা-অবনী নিরব অসহায়৷
ভাষা-ধর্ম-জাতিবোধ সবই যেন মূল্যহীন ;
ব্যক্তিত্ব,দর্শন,রুচিবোধটাও দ্রুত হচ্ছে লীন ৷


প্রকৃতির মৃতবৎ রুপ ও উচ্ছৃঙ্খল উদধীর গর্জনে,
অপেয় বারিধারা মিশে দুর্গন্ধময় বিষাক্ত পবনে৷
সব আজি যেন আচ্ছন্ন স্রষ্টার নব কোনও খোলসে
হেরিয়া চিন্তনে মানবকুল তাই  প্রবর্তিত ,কালের কলসে৷"