উন্মাদিনী বিনোদিনী হে প্রেয়সী নারী ,
ভ্রান্তপথের পথিক তুমি, কিসের রোনাজারী৷
চেতনার প্রদীপ স্বয়ং জ্বালো,সর্বাপেক্ষা ভালো
অন্ধকার হবে বিলীন অন্যতেও ছড়াবে আলো৷  


পত্রিকা খুললে খবর ভরে দূর্দশার ই 'কথা
আত্নদুষ্টে দূষ্ট যেন বরণ করেছো ব্যথা৷
ধর্ষণ,টিজিংয়ের নিত্যদিনের লালসার  শিকারে
সমাজকর্তৃক মর্যাদাহীন তব নাগরিক অধিকারে৷


মমতা-প্রেম,ভালোবাসায় ললনারা ই সেরা জানি
সমাজ দ্বারা প্রতারিত শুধুই ক্রন্দিত নেত্র পানি,
পুরুষের অর্ধাঙ্গ,সজ্জাসঙ্গীনী আর কৃতব্য গৃহকর্ম
নারিরুপে তুমি জন্মিয়া নারী হারিয়েছো নিজবর্ম৷
অবলা সেজে খর্ব করেছো ব্যক্তিক চৈতন্যতা ,
উষ্কে দিচ্ছো প্রতিনিয়ত ই পুরুষের স্বার্থকতা
অবনত শিরে কেউ কি'ভাসিবে প্রাপ্ত অধিকারে?
বিদ্রোহী প্রাণে অবসান বন্চনার ঘুচবেই প্রতিকারে৷


পুরুষ শাসিত সমাজের আজকে যিনি পতি
কোনো একদিন ফিরবে তাহার বিবেকের সুমতি৷
নারিবাদী মননের জগতে নিদারুণ অভাব,
কন্যারা যদি এগিয়ে আসে পাল্টাবে পুরুষ স্বভাব৷


"জানো শুধু চেতনাই মুখ্য ঘটাতে নারীর মুক্তি,
পুরুষের পাশে নারীর স্থানই বর্ধিবে মানবশক্তি৷"


★ **★****★****★****★****★****★*****★★