ঝর্ ঝর্ বর্ষাকালে
টুপ টাপ ছ্ন্দ তালে
শীশ্ সুরে ঝড়্ ধারা
অঝোরে বারিধারা৷


ঢং ঢং ঝংকার
বিজলির ওংকার্
ঝলকানো বিদ্যুৎ
চমকিত যমদূত ৷


ঝুম্ ঝুম্ বারিধারা
মোহিত মনোহরা
আবৃত্তি চুপকথায়
নির্বাক নিরবতায়৷


আষাঢ়ের বরিষে
কাটিছে হরিষে
নিশীদিন লগনে
ক্রন্দিত গগনে,


ভাসমান মেঘমালা
পবনে চড়ি ভেলা
দিগন্তে করে খেলা
বৃষ্টি,কাল-বেলা৷


রাত্রিশেষে পুবদিকে
ঊষায় ধীর ঝিলিকে,
সুরুয উঠে ফি'কে
মেঘদূত রেগে তেড়ে ,
ঢং ঢং ভারী স্বরে
দূরদেশে যায় উড়ে ৷


বৃক্ষরাজি সবুজে
সৃজিয়া নবসাজে
প্রকৃতির রুপায়ণ
চিত্তোকর্ষক দৃশ্যায়ণ


নির্মলা বায়ু বয়
পত্র-নাচন তরুময়
পৃথিবী শীতলায়
নদ-নদী উছলায়৷


উৎকন্ঠিত মানব মন
বৃষ্টি 'র ,যেন ক্ষণ
সর্বদা এই হা'ল
বাদল ও বর্ষাকাল ৷


"ঝুম ঝুম্ বারিধারা
মোহি 'ত ,মনোহরা
আবৃত্তি চুপকথায়
নির্বাক নিরবতায় ৷"