সাম্য চাই,সাম্য চাই
  সাম্য ছাড়া মুক্তি নাই।


রাজপথে গাও সাম্যের গান,
পুঁজির শিকলে ছিন্ন বাণ।
হে-তরুণ হও আগুয়ান
দিগ-দিগন্তে জারি ফরমান।


শোষিতের এবার রাখতে মান
গেয়ে যাও ভাই সাম্যের গান।
সাম্যের টিকায় রাঙ্ ললাট
ঘুরে ফের্ সব নগর তল্লাট।


ছিন্ন কর বাঁধা অজুহাত
শোষক পাপীর প্রাপ্য জবাব।
হে -সচেতন এগিয়ে যান
গগন বিদারী একত্র শ্লোগান,


" সাম্য চাই,সাম্য চাই  
সাম্য ছাড়া মুক্তি নাই।"


গণতন্ত্র নয় সাম্যের জয়
রুখতে পুঁজিবাদ কিসের ভয়,
ঊষার সুরুযের প্রভাত আভায়
জনমত গড়্, নিত্য সভায়।


রক্ত ঝড়ুক, প্রতিরোধ গড়্,
শোষক দুয়ারে ঝাঁপিয়ে পড়।
আন্ ছিনিয়ে; শোষক মিনার
দামামা বাজুক হর্ষ বীণার।


শোষিতের প্রাণ, কর্ অম্লান,
আওয়াজ তোলো, ধর্ শ্লোগান-


"সাম্য চাই,সাম্য চাই