বাঙালির বুকে কাটাতারের রেখা
ফেলানী দের ঝুলতে দেখা


জাতি হিসেবে কত লজ্জার???


কত ঘৃণা নিয়ে আজও বেঁচে
অন্যের জয়ে আজও নেচে
বিশ্বাস খুঁজি শত্রুর কাছে।
তাইতো --
একই জাতি  রাষ্ট্র ভিন্ন
বাঙালি ঐতিহ্য ছিন্ন -ভিন্ন।


"কেন জন্মিলাম না শতেক আগে-
কাঁটাতারের বেড়া ছিন্ন  সে ভূভাগে।"


বাঙালি মোর, এ- সোঁদা মাটির সন্তান-
অন্য জাতের ঘটে জোটে,  কেমনে কিভাবে
                    শোষকের স্থান!!!"


বর্ণ-ধর্ম-গন্ধ সবই, যায় যদি দাদা আজ মিলে
সমস্যা শুধুই মীরজাফর কিছু,আর স্বার্থময় দি'লে
ভাগ্যাকাশ ও ছেয়ে গেছে তাই অমঙ্গল সে নীলে।
          জার্মান, হতে শিক্ষা নিও,হে জাতি--
              যেতে যদি চাও মিলে।"'