"শিশু হইয়া ভূমিষ্ট সময় কালে
মাতৃ উদর ছিঁড়ে উলঙ্গ আদলে,
ক্ষণ ক্ষণ সময় বহে চলিল যত
তনু মনে প্রকাশে যৈবন অবিরত৷


মত্ত হইয়া সৃজিনু বাহারি পোশাকে
রক্তে রাঙা হস্ত,মদ্যপ মস্তকে
মন রত নিম্ন বৃত্তি সাধনে হেন ,
সততার অমীয়বাণী লুটায়ে যেন৷ "


"বোধ যবে ফিরে এলো এ পশুতে হায়
নেত্র-বারি ঝড়ে পড়ে অঝরধারায়
অনুশোচনায় কাতর আনত শিরে ,
চলিনু মানব তরে, না চাহিয়া ফি'রে ৷


মৃত্যু লগনেও যদি সৎ রুপে থাকি
যমদূতও ন'ছোঁবে, দিয়ে যাবে উঁকি।