"সাম্য চাই,সাম্য চাই
সাম্য ছাড়া মুক্তি নাই।"


ধনতন্ত্রের ধর্, টুটি চেপে
পাতাল, গগন উঠুক কেঁপে
গণতন্ত্র বর্ম, পরমাণু অস্ত্র
গরীবের গা'য়, জীর্ণ বস্ত্র ।


প্রথম বিশ্ব, ওরা সাজায়
তৃতীয় বিশ্বে, দামামা বাজায়
স্রষ্টার -সৃস্টির জঘন্য শ্রেণী
বসুধা -ধরনী সবার জননী।


গণতন্ত্র-মুখোশে, আত্বপর ভেদ
শোষন করবার কলুষ খেদ
হেন,তন্ত্রের নেই পরিত্রাণ
মার্ যদি ভাই সাম্যের বাণ।


ভাই -সচেতন, হও আগুয়ান
সবার কন্ঠে ধ্বনিত -শ্লোগান-
"সাম্য চাই, সাম্য চাই
   সাম্য ছাড়া মুক্তি নাই।"