প্রতিদিন যখন সূর্য্য অস্ত যায়
আমি একবার ফিরে আসি প্রকৃতির কাছে
আমার সমস্ত দায় নিয়ে, দেনা নিয়ে
দিবসের ক্লান্তি, অভিযোগ আর হতাশা নিয়ে
অন্তত একবার ছুটে আসি


যমুনার কালো জলের উপর যখন
আকাশের লাল আবীর প্রতিবিম্বিত হয়
আমার কেবলই দজলা ফোরাতের কথা মনে পরে
রক্তাক্ত কারবালা
শহীদ ইমাম হাসানের তপ্ত লোহু রাঙা আকাশ চেয়ে
আমার সকল ক্ষুদ্রতা, দীনতা, লোভ মিইয়ে আসে
টুপটাপ ঝরে যমুনার জলে নিরব অশ্রু হয়ে


আমার পৃথিবী শুভ্রতায় ছেয়ে যায়
নিজেকে ভরহীন এক অচেনা পাখি মনে হয়
মনে হয় আমি এক অচিন বৃক্ষ, ছায়া তরু
যার বুকভরা শুধুই গল্প, না দেখা ছবি
অন্তর্লোকে কি দারুন জ্যোতি
আমাকে পুড়িয়ে নি:শেষ করে
একটা অবাক করা শূন্যতা আমায় ভরে যায়


যখন লাল আবীর আকাশময় ছড়িয়ে যায়
আমি নি:শেষ হতে হতে মহাশুন্যে হারাই
সমস্ত শহীদের লাল রক্তধারা আমায় গ্রাস করে
ফিকে হয়ে আসে আকাশ
গোধুলীর সব আলো বুকে নিয়ে ছড়িয়ে পরে বিশ্বময়
হাজার কোটি অবাক জোনাকি
নীল জোনাকি লাল জোনাকি ............
মূহুর্তেই অদৃশ্য সীমাহীন শূন্যতায় ছড়িয়ে পরে
আমার মাথা নত হয়ে যায়


প্রতিদিন সন্ধ্যায় অন্ততঃ একবার
আসি প্রকৃতির কাছে
নতুন করে জন্ম নিই
শুদ্ধ হই অশুদ্ধ হবো বলে