ভুলতে গেলেই সামনে আসো,
এ কেমন তোমার মায়া।
স্বপ্ন জানালায় আজও আসো,
ভুলতে না পারায় কি আমার সাজা?


রংঙ মিছিলের স্বপ্ন ছাড়া,
তোমায় কবে আমি ছোব।
গল্প কাহানি,কবিতা ছাড়া,
তোমায় কবে আপন করে পাব।


স্বপ্ন মাঝে এসেছিলে কোন এক ভোরে,
তোমার মোহের দীপ জ্বালালে হৃদয়ের কোনে।
সূর্য মামা যাওয়ার তরে নদীর পাড়ে বসে,
হালকা ঢেউয়ে জলের মাঝে দেখি স্বপ্ন গুলো ডাকে।